অবতক খবর , শিলিগুড়ি , ১৮ এপ্রিল ::   ভাঁড়ারে টান পড়েছে আগেই, এবার সামান্য খাবারের সংস্থানেও টান। খাবার যোগানোর টানেই হন্যে হয়ে ঘুরছেন বহু সাধারণ মানুষ। দেশজুড়ে লকডাউনের বাজারে সেই চিত্রই ধরা পড়লো শিলিগুড়ির বিভিন্ন এলাকায়।

রেশনেও ঠিকমত পাচ্ছেন না খাদ্যদ্রব্য ; এই নিয়ে অভিযোগ অনেকেরই। আবার যাও বা পাচ্ছেন তাতে সবার মুখে পর্যাপ্ত খাবার তুলে দেওয়া কঠিন। ফলে বাধ্য হয়ে দোকানে দোকানে, বাড়ীর দরজায় ঘুরছেন অনেকেই। বিভিন্ন জায়গা থেকে তো খাবার দেওয়া হচ্ছে তবে কেন বাড়িতে বাড়িতে যাচ্ছেন জিজ্ঞাসা করায় এক ভুক্তভোগী জানালেন,” বাড়িতে পাঁচ-ছয়জনের সংসার। যা জিনিস পাই এক থেকে দেড় দিনেই ফুরিয়ে যায়। অগত্যা আমাদের রাস্তায় বেরিয়ে যেতেই হচ্ছে। নাহলে না খেয়ে থাকতে হবে। ”

শিলিগুড়ির আশ্রমপাড়া হাকিমপাড়া,কলেজপাড়াতে দেখা যাচ্ছে মানুষ সকাল হলেই বাইরে বেরিয়ে পড়ছেন খাবার যোগানের আশায়। “অনেকের মাধ্যমে লকডাউনের ব্যাপারে তাদের অবগত করা হলেও মানছেন না কেউই। চরম অবস্থার মধ্যে দিশেহারা হয়ে পড়েছেন অনেকে তাই এই অবস্থা” বলে জানালেন শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবনী দত্ত।

তিনি আরও জানান,” আমি নিজে যতটা পারি চেষ্টা করছি সাহায্য করবার। অনেকেই আসছেন অন্যান্য ওয়ার্ড থেকে। কতজনকে না করা যায় বলুন? প্রায় গোটা শিলিগুড়িতে একই অবস্থা, কাজেই বিষয়টিকে কোনও গর্হিত অপরাধও বলা যাবে না।” কার্যতপক্ষে, শিলিগুড়ির প্রায় সব জায়গাতেই চলছে এই চাওয়া পাওয়ার ব্যাপার।