অবতক খবর,২৩ জুলাই,মালদা:সানু ইসলাম: খুচরো বাজারের সবজির দাম নিয়ন্ত্রণ আনতে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাজার গুলিতে হানা দিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা।আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকরা এলাকার তিনটি বাজারে সকাল বেলায় অভিযান চালান।

এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার ,কোরিয়ালী বাজার এবং ভালুকা বাজার এলাকায় খুচরো এবং পাইকারি মার্কেটে হানা দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য।সঙ্গে ছিলেন বিএলডিও অমিত খুটিয়া সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং এলাকার পুলিশ আধিকারিকরা।এদিন এই তিনটি বাজারের খুচরো এবং পাইকারি সবজি মাছ মাংস ডিম এর দোকান ঘুরে দেখেন তারা।দাম দর পর্যবেক্ষণ করেন।

বাজারে উপস্থিত হয়ে চাষীদের সাথে এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলেন ও চাষীদের থেকে কি দামে সবজি কিনছেন ব্যবস্থায়ীরা,এবং সেই সবজি কত দামে সাধারণ মানুষের কাছে বিক্রয় করছেন তা নিয়েও কথা বলেন আধিকারিকেরা।ন্যায্য মূল্য মানুষকে সবজি বিক্রয় করতেও পরামর্শ দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য।

এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য বলেন,সরকারি নির্দেশ মেনে আমরা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তিনটি বড় বাজার ঘুরে দেখলাম। বেশ কয়েকটি সবজি ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক রয়েছে।