অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ     চিত্রায়ন অংকন বিদ্যালয়ের পক্ষ থেকে একটি আর্ট সেমিনারের আয়োজন করা হয়। সেই সেমিনারে খুদে শিল্পীরা খুদে অসহায় দুঃস্থদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিল শিল্পীরা । তাদের আঁকা ছবি বিক্রি করে সেই টাকা দিয়ে দরিদ্র অসহায় বাচ্চাদের পোশাক কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে।

কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে চিত্রায়ন অংকন বিদ্যালয়ের শিক্ষক তরুণ চৌধুরী উদ্যোগে তার ই খুদে ছাত্রছাত্রীরা ওইখানেই ছবি এঁকে এবং তাদের আঁকা ছবির প্রদর্শনী করে সেই ছবি বিক্রি করছেন । ক্রেতাদের উপস্থিতি নজরকাড়া না হলেও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ।

খুদে শিল্পীরা খুবই খুশি কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তারা নতুন জামা কাপড় পড়বে অথচ করণা পরিস্থিতিতে তাদেরই সহপাঠীরা যারা আর্থিকভাবে দুর্বল বা কাজ কম্মো নেই অনেকের সেইরকমই পরিবারের ছোট্ট ছোট্ট শিশুদের জামা কাপড় তাদের হাতে তুলে দিয়ে ক্ষুদে শিল্পী রাও খুবই খুশি । আগামী দিনেও এই ধরনের কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলেই মনে করছেন । তবে তারা আরও দাবি করছেন সাধারণ মানুষ এবং যাদের সামর্থ্য আছে তারা এই আট গ্যালারিতে আসা এবং ছবি কেনার জন্য আহ্বান জানিয়েছেন।