অবতক খবর,চাঁচল,৪ সেপ্টেম্বর: খুন হওয়া দলীয় নেতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিল তৃণমূলের জেলা নেতৃত্ব। আজ চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর গ্রামে খুন হওয়া দলীয় নেতা সেতাবুর রহমানের বাড়িতে যান জেলা তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বকসি। সঙ্গে ছিলেন দলের জেলা যুব সভানেত্রী, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন সহ অন্যান্যরা। তাঁরা সবাই মৃত সেতাবুরের স্ত্রী আলিয়ারা খাতুনকে সান্তনা দেন।

পরে আবদুর রহিম বকসি বলেন,‘গত পরশু রাতে খানপুর গ্রামে চন্দ্রপাড়া অঞ্চল তৃণমূলের সহসভাপতি সেতাবুর রহমানকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আজ দলের জেলা কমিটির তরফে আমরা তাঁর বাড়িতে এসেছি। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সরকার এবং দলের তরফে আমরা মৃত নেতার পরিবারের পাশে রয়েছে। সেতাবুরের পরিবারকে সবরকম সাহায্য করা হবে। আশা করছি, দু’তিনদিনের মধ্যেই পুলিশি তদন্তের কাজ শেষ হবে। প্রকৃত ঘটনা আমরা সবাই জানতে পারব।’