অবতক খবর :: হুগলী :: শেওড়াফুলি :: খুলে গেলো হুগলীর শেওড়াফুলি নিস্তারিণী কালি মন্দির। মন্দির স্যানিটাইজড করার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। পুরোহিত, ভক্ত, দোকানদার সবার হাতে স্যানিটাইজার দিয়ে মাস্ক বিতরন করা হয়। মার্চে প্রথম দফার লকডাউন শুরু হতেই ভক্ত সাধারনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিলো নিস্তারিণী মন্দির। সকালে মন্দির খুলতেই ভক্তরা পুজো দিতে ভীড় করে।
১৮২৭ সালে রাজা হরিশচন্দ্র রায় শেওড়াফুলি গঙ্গার পাড়ে নিস্তারিণী দক্ষিনা কালীর মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় দুশো বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে পুজো চলে আসছে জাগ্রত নিস্তারিণী কালির। করোনা মহামারিতে মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত খুলে দেওয়া হয় মন্দির। লোকাল ট্রেন বন্ধ থাকায় ভক্ত সমাগম কম হওয়ার সম্ভাবনা। তবে পুরোহিতরা বলেন,এতে সামাজিক দূরত্ব মেনে পুজো দিতে পারবেন ভক্তরা।