কৃষক বিদ্রোহে সংহতি জানাতে ২৫০০০ প্রাক্তন সেনানী রাষ্ট্রীয় খেতাব বর্জন করছে প্রকাশ্য সমাবেশে। ভারতবর্ষের বুকে ঐতিহাসিক ঘটনা ঘটাতে চলেছে এই কৃষক বিদ্রোহ।

খেতাব বর্জন
তমাল সাহা

মাঠে মাঠে গম পাকে
সোনালি হয়
বিদ্রোহ যায় অন্য বাঁকে
মানুষেরা সোচ্চার হয়।

প্রতিবাদ কতদূর গেলে
সেনানীরা রুখে দাঁড়ায়!
অসংখ্য প্রাক্তন সেনা
রাষ্ট্রীয় খেতাব ছুড়ে ফেলে
প্রকাশ্যে হেলায়।

রোদে পুড়ে জলে ভিজে
কৃষক দেয় খাদ্যের জোগান
শীতের কামড় তুড়ি মেরে
সেনানীর দেশরক্ষা অভিযান।

সাচ্চা দেশপ্রেমের প্রতীক দু’দল–
কাস্তেহাতে গায় ফসলের গান
অন্য দল অস্ত্রহাতে রাখে দেশমান।
স্লোগান ওঠে
জয় জওয়ান! জয় কিষান!