অবতক খবর,২৬ সেপ্টেম্বর: পুলিশ শুধু চোর ডাকাতি ধরে না পুলিশ মানবিক ও অসহায়দের বন্ধু, তা আবারও প্রমাণ হলো।গঙ্গার ভয়াবহ জলের কারণে আটকে থাকা বেশ কিছু স্টুডেন্টকে বাড়ি পৌঁছে দিলো পলিশ। সামশেরগঞ্জ থানার পুলিশের ভূয়সী প্রশংসা এলাকায়।

এবার কলেজ পড়ুয়াদের পাশে দাঁড়ালো সামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার!ফের একবার প্রশংসার জোয়ার শমসেরগঞ্জ থানার পুলিশের!

জানাযাচ্ছে ধুলিয়ানের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের বেশকিছু ছাত্রী পরীক্ষার ক্ষেত্রে জঙ্গিপুর গিয়েছিলেন পরীক্ষা দিতে! এদিকে গঙ্গার জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে তাই প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সন্ধ্যার পরেই গঙ্গায় নৌকা পারাপার বন্ধ ।এদিকে পরীক্ষা দিয়ে ফিরতে দেরি হওয়ায় গঙ্গা পারাপার করতে না পারায় ধুলিয়ান পাড়েই আটকে যান তারা। আর তা খবর পেয়েই শামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হলো। বুধবার রাত্রি আটটা নাগাদ সামশেরগঞ্জ থানার পুলিশের ভ্যানে করে তাদেরকে মালদার পারদাওনাপুর দিয়ারে পৌঁছে দেওয়া হয়। পুলিশের উদ্যোগে বাড়ি পৌঁছাতে পেরে পুলিশের প্রশংসা করেছেন ওই কলেজ পড়ুয়ারা সহ পরিবারের সদস্যরা।।