অবতক খবর,৬ নভেম্বর: মূলত পিছিয়ে পরা বেশ কিছু পরিবার থেকে 30 জন ছেলে ও 30 জন মেয়ে মিলিয়ে মোট 60 জন ছেলে মেয়েদের মধ্যে এই ভাই ফোঁটা পার্বণ কে উৎসবের রূপ দেওয়া হয়। ঘরে ঘরে পালিত হওয়া ভাই ফোঁটা আজ সার্বজনীন। সাথেই ওই 60 জন ছেলে মেয়েদের মধ্যে মিষ্টি মুখ করিয়ে দেওয়া হয় নতুন বস্ত্র।
জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল জগদীশ চন্দ্র মণ্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন এর কর্নধার এবং সমাজ কর্মী অতনু মন্ডলের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।