অবতক খবর :: উত্তর দিনাজপুর :: পড়ুয়াকে ধর্ষণ ও খুন। এরপরই অশান্ত হলো এলাকা। জ্বললো একের পর এক সরকারি বাস ও অন্যান্য গাড়ি। পুলিশের উপর হামলা উত্তেজিত জনতার। চললো লাঠিচার্জ। কাঁদানে গ্যাসও।
সদ্য মাধ্যমিক পাশ করা এক পড়ুয়াকে অপহরনের পর তাকে প্রথমে গণ ধর্ষণ এবং পরে খুন করে ফেলে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। ঘটনার প্রতিবাদে প্রথমে রাজ্য সড়ক ও পরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দার। পুলিশকে লক্ষ করে উত্তেজিত জনতার মুহুর্মুহু পাথর বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করার পাশাপাশি চালালো কাঁদানে গ্যাসও। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার চতুরাগছ এলাকার এই ঘটনায় অগ্নিগর্ভ কালাগছ সহ চোপড়ার বিস্তীর্ণ এলাকা।
মৃত পড়ুয়ার নাম মাম্পি সিংহ। ওই পড়ুয়াকে শনিবার রাতে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে এসে তারপর তাকে গণধর্ষণ করা হয়েছে। এরপর তাকে খুন করে স্থানীয় একটি চা বাগান সংলগ্ন বটগাছের নিচে দুষ্কৃতীরা ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ। ঘটনার বিবরণে দাসপাড়া গ্রাম সভা কমিটির কনভেনার অসীম বর্মন জানান , এই ঘটনায় কারা যুক্ত রয়েছে সেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং এলাকায় যেখানে মৃতদেহটি পাওয়া গেছে সেখানে দুটি সাইকেল, আধার কার্ড,দুটি ছাতা ও মোবাইল ফোন পাওয়া গেছে। এখান থেকেই পুলিশ তদন্তের কিনারা করতে পারবে বলে মনে করছেন তারা।
মৃতর দিদি পুলু দাস জানান, রাত থেকেই তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারারাত এবং সকালবেলা বিভিন্ন জায়গায় খোঁজ করার পর সকালে অবশেষে একটি বটগাছের নিচে তার বোনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে গণধর্ষণ করে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এদিন ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে প্রথমে ওই এলাকার রাজ্য সড়ক এবং পরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলাকালীন অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে তারা বিক্ষোভ এবং অবরোধ চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন। এরপর পুলিশ অবরোধ তুলতে এলে সেখান থেকে শুরু হয় উত্তেজনা অবরোধকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাথর ফলে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে আর সেই মুহূর্তেই জনতা একটি বাসের মধ্যে আগুন লাগিয়ে দেয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।