গণেশ চতুর্থী এলো। গণেশ যে আমার নাম, তা মনে পড়লো। শুনুন,তারপর কি হলো…

গণেশ
তমাল সাহা

আমার নাম যে গণেশ
তা আমি জানতাম।
গণেশ যে ভগবান
তা কি আমি মানতাম!

আমরা বাঙাল।
মা আমায় ডাকতো,গণশা!
বন্ধুরা বলতো, এই গণা!
কী মধুর ছিল এই ডাক শোনা!

গণশা…আ…আ…
গণা…আ…আ…
সুর নিয়ে উড়ে যেত হাওয়া।
কী ভালো লাগতো আমার!
মাস্টার মশাই বললেন,
গণেশ মানে গণশ্রেষ্ঠ-গণদেব
বুক তো ফুলে উঁচু আমার
বোতাম ছিঁড়ে বেরিয়ে গেল জামার!

তাহলে স্যার!
গণেশ তো সিদ্ধিদাতা
নেই কি তার কোনো চোখ?
আমরা তো জনগণ।
তবে কেন আমাদের
এতো দুঃখ-কষ্ট-শোক?

তাহলে কি লাভ
এতো ঘটায় পুজো গণেশ চতুর্থী?
এটা কি ভগবান মাথায় বসানো হস্তি!
আজগুবি দেবতা অঙ্গ পশুমুখ।
একে আরাধনায় কাটে কোনোদিন
মানুষের অসুখ?