অবতক খবর,৮ সেপ্টেম্বর: গনেশ পুজো শুরু হওয়ার মাধ্যমেই বাঙালির বারো মাসের তের পার্বণের শ্রেষ্ঠ শারদৎসবের সূচনা শুরু হয়ে ওঠে। আর সেই গনেশ পুজোয় মেতে উঠতে দেখা গেল নৈহাটি ফেরিঘাট যুব সভ্যবৃন্দদের। সুসজ্জিত প্যান্ডেলের মধ্যে অবস্থান করছে গণেশ ঠাকুরের মূর্তি।

সুসজ্জিত প্যান্ডেল সহ আলোকসজ্জার মাধ্যমে দ্বিতীয় বর্ষের পদার্পণকারী ফেরিঘাট যুবর সভ্যবৃন্দদের উদ্যোগে গণেশ পূজোয়। সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় গনেশ পুজো শুরু হওয়া মানে আগামী দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে যাওয়া।