অবতক খবর,সংবাদদাতা,বীরভূম,১৫ই মে :: বীরভূমে গতকাল বিকেলে ব্যাপক ঝড় বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলাজুড়ে। রাজনগর এলাকায় বহু গাছ ভেঙে পড়েছে ও গবাদি পশুর মৃত্যু হয়েছে। গাছ ভেঙ্গে রাস্তায় পড়ে গেছে ,কারো বাড়ির টিনের চালা উড়ে গেছে,ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
নগরীর গামে বিকেল পাঁচটার কালো মেঘ করে বৃষ্টির সাথে সাথে ঝড়ো হাওয়ার দাপটে ব্যাপক হারে গাছপালা , বাড়ির ছাদ উড়ে যায়। বহু এলাকায় তার ছিড়ে যায় , ইলেকট্রিকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হঠাৎ এই ঘটনার জেরে সিউড়ির বিধায়ক বিকাশ চৌধুরী রাতের বেলাতে তড়িঘড়ি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন।
আশ্বাস দেন পাশে থাকার এছাড়াও সাঁইথিয়া পৌরসভার ওয়ার্ডের গাছ ভেঙে পড়ে একটি বাড়ির উপর। পৌরসভার পক্ষ থেকে এই এলাকায় রাত্রি ব্যাপি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দুবরাজপুর স্টেশনের ইলেকট্রিক তারের গাছ পরে গিয়ে , তার ছিড়ে গেলে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন আটকে যায় স্টেশনে।