রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সব্জি বিলি করা হয়। মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে এই সব্জি বিলির ব্যাবস্থা করা হয়। ১৮ টি ওয়ার্ডের মোট ৪০ জন গরিব পরিবারের হাতে এই সব্জি তুলে দেওয়া হয়।

মধ্য হাওড়ার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান উত্তর হাওড়া ও দক্ষিণ হাওড়ার পরে এই মধ্য হাওড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।করোনা ও আমফান ঝড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তাদের পাশে দাঁড়াতে তৃণমূল মহিলা কংগ্রেস এগিয়ে এসেছে। পাশাপাশি তিনি আরো জানান এলাকার বিধায়ক ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের সহযোগিতায় আজকের এই সব্জি বাজার চালু করা সম্ভব হয়েছে।