অবতক খবর :: শিলিগুড়ি :: আজ ছিলো পঞ্চম দিন। লক লকডাউনের পঞ্চম দিনে আজ পুরো শিলিগুড়ি অচল হয়ে গেল। রাসতায় লোকজন নেই বললেই চলে।দোকানপাট বাজারহাট সবই বন্ধ প্রায়। লোকজনের আনাগোনা প্রায় নেই বললেই চলে। এরই মধ্যে কিছু সংগঠন নিজেরা উদ্যেগী হয়ে গরীবদের মধ্যে খাবার এবং বিষ্কুট বিতরন করছে সকাল থেকেই।
পুলিশের কড়া পাহাড়ায় আজ রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে।গরীবদের খাবার বিতরন করতে এগিয়ে এসেছে কয়েকটি ইষ্কুল এবং কয়েকটি বেসরকারি সংস্থাও।এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কবে থেকে করোনা টেষ্টিং শুরু হবে সেটা জানবার জন্য মানুষের চিন্তা বাড়ছে।সবমিলিয়ে দিনের পর দিন মানুষ কাটাচ্ছে আতঙ্ক নিয়ে।
করোনা উত্তরবঙ্গে না ছড়ালেও উত্তরবঙ্গের সমস্ত শহরগুলিকে আইসোলেসন করবার ব্যাবস্থা করছে রাজ্য।ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং চলছে।সব জায়গায় আলাদা আলাদা করে পরিচ্ছন্ন রাখবার চেষ্টা চলছে।মেয়র সহ আন্যান্য কাউন্সিলারেরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন কোথাও কোন সমস্যা হচ্ছে কি না দেখতে।