অবতক খবর,২১ সেপ্টেম্বর,রুপম রায়,নদীয়া: হঠাৎ বেড়াতে যাওয়া। মুগ্ধ হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে একটি বাড়ির সৌন্দর্য উপভোগ। একটা লোহার গ্রিলের উপর গাছের ছবি।এই দেখে জেদ হয়,ওরা পারল আমরা পারবনা ? আমাকে পারতেই হবে।সেই শুরু,তারপর ইতিহাস।চারিদিকে বিশ্বায়নের যুগে মানুষ যেখানে সবুজ উজার করে সভ্যতার প্রসার ঘটাচ্ছেন,গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবী যেখানে তার আয়ু হারাচ্ছে, সেখানে দাঁড়িয়ে নদীয়া জেলার ভীমপুর থানার পার্থ ঘোষ নিজ চেষ্টায়,নিজের মতো করে বাড়ির ছাদে বিভিন্ন গাছের মাধ্যমে তার শৈল্পিক অনুভূতির ছোয়ায় ফুটিয়ে তুলছেন বিভিন্ন বর্ণমালা, পশ্চিমবঙ্গের মানচিত্র, ভারতবর্ষের মানচিত্র সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার নাম সহ দলের ঘাসফুল চিহ্ন।
তার মনের ইচ্ছা মুখ্যমন্ত্রীর হাতে তার এই কারুকার্যের একটা প্রতীক তুলে দেওয়া। অবাক হয়ে তাকিয়ে থাকেন আর ভাবেন কবে ডাক পাব ইচ্ছাপূরণ করার। তবে তিনি ডাক পাবেন কি না পাবেন সেটা সময় বলবে। তবে পার্থ বাবুর এহেন প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই।