আজ ওয়ার্ল্ড মিউজিক ডে

গান ও মেশিন গানের কবিতা/তমাল সাহা

ঐ দ‍্যাখো, সীমান্ত–কাঁটাতারের বেড়া।
অখণ্ড পৃথিবী খণ্ড করে বাক্সপেটরা মাথায় নিয়ে বাপ, ছেলেমেয়ের হাতধরে দাঁড়িয়ে আছে মা, খুঁজছে স্বদেশ কোথায়!

লাগাতার বোমার বিস্ফোরণ ঘটে গেল কারখানার ছাউনিতে।
ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লো দুধ ফ‍্যাক্টরির শেডের উপর।
বাড়ি বাজার মহল্লায় নিক্ষিপ্ত হচ্ছে অগ্নিবারুদ।

লড়াই!কে কতো মানুষ খাবে!

এখন স্কুলের চিলেকোঠার ছাদের উপর চক্কর দিচ্ছে বোমারু বিমান।
আলো ও শব্দের অপূর্ব সমন্বয়—
ক্লাসের দেয়ালে ঝুলছে বিশ্বমানচিত্র।
দুনিয়ার দেশগুলো চেনাচ্ছিলেন ভূগোল-দিদিমণি।
মুহূর্তে স্কুল ইউনিফর্ম,মেঝে
রক্তে মাংসে মাখামাখি।
স্তব্ধ ঝলসানো ক্লাসমেট ব্ল‍্যাকবোর্ড দিদিমণি—
চক-ডাস্টার,বইব‍্যাগ ছিটকে পড়ে আছে করিডরে।

তুমিই বলো,
আজ কি গান শোনাবো তোমায়?
অন্তর মম বিকশিত করো
আগুনের পরশমণি জ্বালাও প্রাণে
অথবা বিশ্বজোড়া প্রাণ!

ঐ দ‍্যাখো, দাঁড়িয়ে দূরে—
কাঁটাতার-মেশিন গান!