অবতক খবর,৮ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: গৃহবধূকে খুন করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পরিবার। রাজগঞ্জের সুখানি অঞ্চলের গোশাইয়াখাড়া গ্রামের ঘটনা।

মহিলাকে মেরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ৫ বছরের ছেলেকে সঙ্গে নিয়েই বেপাত্তা হয়েছে অভিযুক্ত পরিবার। মৃতার পরিবার জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় মহিলার শ্বশুরবাড়িতে প্রথমে তাকে মেরে তারপর ঝুলিয়ে রাখার চেষ্টা করা হয়, সুবিধে না পেয়ে দেহ নিচে নামিয়ে রেখে পালিয়ে যান শ্বশুরবাড়ির লোকজনেরা। গ্রামবাসীরাও এই কথা জানিয়েছে বলে দাবি। এরপর ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজনেরাই। পুলিশকে জানানো সত্ত্বেও প্রায় ৪ ঘন্টা দেরি করে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গেলে ক্ষুব্ধ পরিজনদের বাধার সম্মুখীন হতে হয়। এরপর রাত প্রায় ৮ নাগাদ দেহ থানায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, মৃতার নাম জাহেদা খাতুন(২৫)। তাঁর স্বামীর নাম ফারুক মোহাম্মদ। তাদের বিয়ে হয়েছে প্রায় ছ’বছর আগে। যদিও পারিবারিক অশান্তি বা অত্যাচারের কোনও অভিযোগ নেই। তবে ঠিক কারণে মহিলার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার রাতেই থানায় অভিযোগ জানিয়েছে মৃতার বাড়ির লোকেরা।