অবতক খবর,২৩ সেপ্টেম্বর: এক গৃহবধূকে প্রাণে মেরে ফেলার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোপ দেখালো স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকালে খড়াইমোড়ে, এগর-বাজকুল রাজ্যসড়ক অবোরোধ করে কয়েক ঘন্টা প্রতিবাদে সামিল হয় মৃতার বাপের লোকজনেরা। অবশেষে পটাশপুর থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রের খবর, প্রায় বছর তিনেক আগে পটাশপুর থানার খড়ুইগ্রামের আশমিনা খাতুনের সঙ্গে বাগমারি গ্রামের ইয়াকব সাহা সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে আশমিনার স্বামি সহ শুশুর বাড়ির লোকজনের বেধড়ক মারধর করে। অভিযোগ, এমনকি রিতীমতো আশমিনা কে প্রানে মেরে ফেলার হুমকি ও দিতে থাকে অভিযুক্তরা। গতকয়েকদিন আগে ও গৃহবধু আশমিনা বিবি কে তার তার স্বামি সহ শ্বশুর বাড়ির লোকজনেরা শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন চালায় বলে অভিযোগ। পাশাপাশি আশমিনাকে ধারালো অস্ত্র শস্ত্র দিয়ে বেধড়ক মারধোর করে। গত মঙ্গলবার স্থানীয়রা ও তার বাপের বাড়ির লোকজনেরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে,এদিন হাসপাতালেই তার মৃত্যু হয়। এরপরে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে খড়ুইমোড়ে কয়েক ঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। অবশেষে পটাশপুর থানার পুলিশ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তবে ঐ ঘটনায় এখন ও পর্যন্ত আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সূত্রের খবর। এঘটনা কে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গেছে।