অবতাক খবর সংবাদদাতা :- পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক বধূ। সোমবার দুপুরে মুর্শিদাবাদ সালার থানার সালার কাইম পাড়া এলাকায় ঘটনাটি ঘটে ঘটনার পর বাড়ির লোকেরা বধূকে উদ্ধার করে সালার ব্লক হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করে। পুলিশ জানিয়েছে মৃত বধুর নাম নাসরিন বেগম 21 বাড়ি গায়েন পাড়া এলাকায়।

দেহ কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হলে ওই গৃহবধূর বাড়ির লোকেরা সালার থানার সামনে মৃতদেহ সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। সালার থানায় মৃতদেহ সামনে রেখে প্রতীকী বিক্ষোভ করে ঘটনার নিরপেক্ষ তদন্তর দাবি জানিয়েছে পুলিশের কাছে মৃত গৃহবধূর পরিবারের লোকেরা। ঘটনার পর থেকে সালার থানা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।