অবতক খবর,৫ মে,মালদা,সানু ইসলামঃ স্বামী বিদেশে, বাড়ি থেকে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মালতিপুর বিধানসভার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের বিজলী গ্রামে।মেয়ের বাপের বাড়ির লোকের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে।
শশুর, শাশুড়ি ,ননদ ও দেওরের নামে মেয়ের বাপের বাড়ির লোক চাচল থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করবেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধুর নাম কোহিনূর পারভিন বয়স ২৩। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোহিনুর এর বাপের বাড়ি হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের চাঁদপুর গ্রামে।গত তিন বছর প্রেমের সম্পর্কে কোহিনূরের সঙ্গে বিয়ে হয় বিজলী গ্রামের পেশায় রাজমিস্ত্রি সহবুল হকের সঙ্গে। এক বছর আগে তাদের এক সন্তান হয়েছিল অসুস্থতার কারণে তাদের সন্তান মারা গিয়েছেল। মেয়ের বাপের বাড়ির লোকের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। মেয়ের ভাই ইমাম হোসেনের অভিযোগ প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি, শশুর বাড়ির লোকেরা।পনের জন্য মারধর করা হতো।এই নিয়ে সালিশি সভা করা হয়েছিল কিন্তু আমার বোনের উপর অত্যাচার কমেনি। আজকে শুনতে পাই বোনের মৃত্যু হয়েছে।আমরা এসে দেখি আমার বোনের তার নিজের বাড়িতে ঝুলন্ত দেহ দেখতে পাই। ঝুলন্ত দেহ দেখে মনে হয়নি আত্মহত্যা করেছে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মেয়ের ভাই। মেয়ের শ্বশুর ও তার পরিবারের লোকের নামে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করবে।