অবতক খবর,১৪ নভেম্বর,তেলিয়ামুড়া : বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিন গোটা অনুষ্ঠান বাড়িতে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত গৃহকর্তা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর দশমীঘাট এলাকায় বুধবার।

ঘটনার বিবরণে জানা যায়, শান্তিনগর দশমীঘাট এলাকার বাসিন্দা পার্থ বণিকের বাড়িতে বুধবার ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠান। এই অন্নপ্রাশনের অনুষ্ঠানের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপলাইনে গ্যাস লিক হয়ে আচমকায় কোনো একভাবে আগুন লেগে যায় সিলিন্ডারে। বাড়ির এক সদস্য গ্যাস সিলিন্ডারে আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করতে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসে অনুষ্ঠান বাড়িতে থাকার লোকজন।

সেই সময় বাড়ির গৃহকর্তা পার্থ বণিক জ্বলমান গ্যাস সিলিন্ডার’টি রান্নার জায়গা থেকে বের করে দূরে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার সময়, গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুনে পুড়ে যায় গৃহকর্তার শরীরের বিভিন্ন অংশ। তৎসঙ্গে, এই ঘটনার খবর যায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কাছে, ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডারে লেগে থাকা আগুন নেভানোর প্রচেষ্টা শুরু করে এবং দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সেই সঙ্গে তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, অগ্নিদগ্ধ গৃহকর্তাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।।