অবতক খবর , দেবাশিস মালিক, নরেন্দ্রপুর:- গোপন সুত্রে খবর পেয়ে গভীর রাতে গড়ি্যার বালিয়া মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতী কে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কার্তুজ সহ দেশী পিস্তল ৷ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন , বারুইপুর পুলিশ জেলার ডিএসপি , মির্জা মির কাশিম ৷
এই ঘটনায় ধৄতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাদেরকে রবিবার বারুইপুর আদালতে তোলা হবে ৷ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ কি কারণে একসাথে তারা গভীর রাতে অস্ত্র সহ একজোট হয়েছিল , তাও খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷