অবতক খবর,১২ সেপ্টেম্বরঃ গোয়ালপোখর থানার ভগওয়ানপুর প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ছাদের প্লাস্টার। এমনই পরিস্থিতির মধ্যে স্কুল চালাতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষের। একাধিকবার বিভিন্ন দপ্তরে জানিও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ। কিন্তু এই পরিস্থিতিতে যে কোন সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

ক্লাসরুমের ছাদের প্লাস্টার ভেঙে যাওয়ায় জল পড়ছে ক্লাসরুমে, ভিজে যাচ্ছে বই পত্র সেই অবস্থাতেই প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাদের ক্লাস করাচ্ছেন শিক্ষকেরা। এর ফলে সমস্যায় পড়ছেন শিক্ষক ও পড়ুয়ারা।

স্কুলের টিআইসি মোহাম্মদ জুনেদ আলম বলেন স্কুলের সমস্ত ক্লাসেই একই অবস্থা। বৃষ্টি হলেই ক্লাসরুমের ছাদ থেকে জল পড়ে, ফলে পড়ুয়াদের নিয়ে সমস্যায় পড়তে হয় বলে জানান তিনি। তবে এই সমস্যার দ্রুত সমাধানের আর্জি জানিয়েছেন তিনি।