অবতক খবর,১২ আগস্ট: গোয়ালপোখর এলাকার হেলপিং ইন অর্গানাইজেশন নামে সামাজিক সংস্থার তরফ থেকে সাহাপুর এলাকার একটি এতিমখানায় কচিকাচাদের কে শার্ট প্যান্ট ও বিভিন্ন পোশাক এবং পড়াশোনা করার জন্য পঠন-পাঠন সামগ্রী বিতরণ করা হয় পাশাপাশি পেটপুরে খাওয়ানো হলো। সংস্থার তরফ থেকে দীপক কুমার সিংহ জানান তারা সারা বছর ধরেই ব বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসতেছেন। সংস্থার তরফ থেকে আরো জানানো হয় এই উদ্যোগটা সমাজসেবী নাফে হাবিব এর উদ্যোগে নেওয়া হয়েছে। এতিমখানার পক্ষ থেকে জানানো হয়েছিল কি 74 জন বাচ্চাদের লেখাপড়াও পোশাকের কমই রয়েছে তাই সংস্থার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল এবং ওই সকল কচিকাঁচাদের খাতা কলম সময়র বিভিন্ন পঠন-পাঠন সামগ্রী এবং ড্রেস বিতরণ করা হয়েছে পাশাপাশি তাদেরকে পেটপুরে খাওয়ানো হয়। এদিন বাচ্চারা খাতা কলম ও দেশকে খুব খুশি রয়েছেন।