অবতক খবর , অভিষেক দাস , মালদা :- একশো দিনের প্রকল্প একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান নিজে বাঁচতে দুই সুপার ভাইজার কে সাসপেন্ড করেছে বলে অভিযোগ সুপারভাইজার সংগঠনের।

এই অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ সুপারভাইজার সমিতির। ঘটনা ঘিরে চাঞ্চল্য কালিয়াচক ২নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতে। চাপে পড়ে সুপারভাইজারদের পুনর্বহাল করার আশ্বাস গ্রাম পঞ্চায়েত প্রধান ধনিরানী মন্ডলের। পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক।

 

আর যা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর। কালিয়াচক ২ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনী রানী মণ্ডলের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে কয়েক লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। একাধিক দপ্তরে এই বিষয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। এরই মধ্যে দুই সুপার ভাইজার কে সাসপেন্ড করে পঞ্চায়েত প্রধান।কি কারণে তাদের সাসপেন্ড করা হলো তা জানানো হয়নি সুপারভাইজারদের।এরই প্রতিবাদে সুপারভাইজারদের সংগঠন একত্রিত হয়ে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান।

দীর্ঘক্ষন ঘেরাও করে রাখা হয় পঞ্চায়েত প্রধানকে। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সুপারভাইজারদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান নিজের দুর্নীতি ঢাকতে এবং সরকারি কর্মীদের বাঁচাতে তাদের সাসপেন্ড করেছে। দ্রুত সাসপেন্ড অর্ডার প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।

চাপের মুখে সুপারভাইজারদের পুনর্বহালের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। আর যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপির কটাক্ষ , তৃণমূল পরিচালিত সমস্ত গ্রাম পঞ্চায়েত দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে।তাই নিজেদের বাঁচাতে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে পঞ্চায়েত গুলি।

যদিও পঞ্চায়েত প্রধানের পাশে দাঁড়িয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার। তিনি বলেন অনেক সময় পঞ্চায়েত প্রধানরা জানতে পারে না কোথায় কি দুর্নীতি হচ্ছে। সরকারি কর্মচারীদের যোগসাজশে এই ধরনের ঘটনা ঘটে। পুরো ঘটনায় পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র।