অবতক খবর, বারাকপুরঃ মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে গড়িফা অঞ্চলের নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ৩৮ নম্বর এল. এন. কবিরাজ পাড়া রোডের পাশে একটি পরিত্যক্ত গ্যারেজ থেকে ধোঁয়া বের হতে দেখেন পুরসভার এক সাফাই কর্মী। প্রতিদিনের মতো সাফাই কাজ চলার সময়ে এই ধোঁয়া বের হতে দেখেন ওই সাফাই কর্মী। ওই সাফাই কর্মী এলাকাবাসীদের খবর দিলে চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীরা ওই পরিত্যক্ত গ্যারেজে গিয়ে দেখেন ৭২ বছর বয়সী বৃদ্ধা কৃষ্ণা দে, স্বামী নারায়ণ চন্দ্র দে জ্বলন্ত অবস্থায় পাওয়া যায় ।
স্থানিয় বাসিন্দারাই নৈহাটি থানা এবং দমকলে খবর দেয় । খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ এবং দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে । দমকলের তৎপরতায় আগুন নিভিয়ে ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করে ।
মৃতের মেয়ে অবশ্য দাবি করছে, এই ঘটনা নিয়ে তিনি কিছুই জানে না। যদিও স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে আগুনে পুড়িয়ে মেরে ফেলার তত্ত্বকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না । কেননা ঘটনাস্থলে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গিয়েছে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে । এই অপরাধের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেছেন, যদি বৃদ্ধা নিজের থেকে গায়ে আগুন দিতো, তাহলে চিৎকার করতো, প্রতিবেশীরা ওই চিৎকার শুনতে পারতো । নৈহাটি থানার তদন্তকারি আধিকারিক জানিয়েছেন তদন্ত চলছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে। শোকের ছায়া নেমে এসেছে অঞ্চল জুড়ে ।