অবতক খবর,২৪ অক্টোবর—★গতকাল রাতে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে।

★মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান।
★ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে নিজস্ব গতি ঘন্টায় ১২ কিলোমিটার।

#পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। ##ধামারা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক।
###সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক।

★আজ মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ড ফল করার প্রবল সম্ভাবনা। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে।
পারাদ্বীপ রাডারে ধরা করছে এই তীব্র ঘূর্ণিঝড়।

★পূর্ব মেদিনীপুর ১০০-১২০কিমি। অত্যন্ত ভারী বৃষ্টি।
★১-২ মিটার জলোচ্ছ্বাসের ফলে পূর্ব মেদিনীপুর।
দক্ষিণ ২৪ পরগনা ০.৫-১ মিটার।
★ফিশারম্যান টোটাল সাসপেনশন। সমুদ্রে যেতে মানা।
★রাজ্যে প্রভাব । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ ও উত্তর 24 পরগনা কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া জেলায়।
কাঁচা বাড়ি বিপজ্জনক বাড়ি কাঁচা রাস্তা শস্যের ক্ষতি । নীচু এলাকা থেকে প্লাবিত।
★২৪ ও ২৫ তারিখ ফিশিং ও ফেরী বন্ধ।
★কলকাতায় নেই।