আজ জীবন সংগ্রামের নাট্যকার বিজন ভট্টাচার্য’র জন্মদিন। তাঁর জন্য লিখি—
চতুর্বাণ
তমাল সাহা
১)
কুশীলব
কবচ কুণ্ডল নিয়ে জন্মেছিল
এক দুর্দান্ত কুশীলব।
ভারতবর্ষে সেই প্রথম সোচ্চার হয়েছিল
তুলেছিল নবান্ন! নবান্ন! রব।
২)
নবান্ন
বিজন কি চলে গিয়েছে নির্জনে?
এখনো তোমার কথা মনে পড়ে
নবান্নে দেবীগর্জনে।
তুমি জানতে রাষ্ট্রের কলা কৌশল ও ফন্দি
গর্ভবতী জননী তোমার!
তোমার গোত্রান্তর হয়েছিল, তুমি দিয়েছিলে জবানবন্দি।
৩)
বিজন মানে কি?
বিজন মানে কি?
জনহীন না বিশেষ জন!
হে হরেন মাস্টার কত রূপ যে তোমার!
কখনো প্রধান সমাদ্দার, সুরেন ডাক্তার
কখনো বা বেন্দা, কেতকাদাস, পবন
কখনো কেদার বা প্রভঞ্জন।
কবচ কুণ্ডল নিয়ে আবার উঠে এসো মঞ্চে
জাগাও জনজাগরণ।
৪)
চলো সাগরে
দিকে দিকে জতুগৃহ কৃষ্ণপক্ষ আসে
মরা চাঁদ ভেসে ওঠে আকাশে।
কত সব জননেতা কলঙ্ক মুখে
অবরোধ চেতাবনি তোমার বুকে।
লাশ ঘুইরা যাউক হাঁসখালির হাঁস-এ
তুমি বলো, চলো সাগরে
আজ বসন্ত বাতাসে।