অবতক খবর , রাজ্ , হাওড়া :- রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ১ কোটি কর্মসংস্থানের দাবিকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল।
আজকে আন্দুলে আর নয় অন্যায় কর্মসূচীর মঞ্চে সরাসরি তণমূল নেত্রীকে কটাক্ষ করে অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্যের প্রতিটি জেলায় প্রতিনিয়ত মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। উনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মনে করেন ধর্ষন ছোট ঘটনা। আমাদের কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে।
উত্তরকন্যা অভিযানে আমাদের কর্মী উলেন রায়কে গুলি করে মেরেছে পুলিশ। গোটা রাজ্যটা চোরেদের আস্তানা হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্বকে কটাক্ষ করে অগ্নিমিত্রা পাল বলেন, যখন উত্তরপ্রদেশের হাতরাসে তণমূলের দল গিয়েছিল তখন ওনার বহিরাগত মনে হয় নি। বিজেপির ক্ষমতায় এলে প্রতিটি মানুষ কাজ পাবে। সোনার বাংলা তৈরী হবে।
আজকের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডাও। মঞ্চে উঠে শঙ্কুদেব বলেন,হাওড়া জেলার সব থেকে বড় নেতা বিজেপির ছাতার তলায় আসবেন। এখন মুখ্যমন্ত্রীর থেকে ক্ষমতা হস্তান্তর হয়ে গিয়েছে, তাই তণমূলের বহু নেতা খুব শীঘ্রই যোগ দিতে চলেছেন বিজেপিতে।