অবতক খবর,১৩ জুলাই: লাক্সারি বাসের মধ্যে থেকে নেশা জাতীয় খাবার খাইয়ে অচৈতন্য করে পাশে বসা এক যাত্রীর টাকা-পয়সা এবং মোবাইল ছিনতায়ের ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ায় । বাস কন্টাকটার অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর কাছে তুলে দিলে প্রকাশ্যে আসে এই ঘটনা ।
জানা যায় মুর্শিদাবাদ এর নওদা থানা এলাকার বাসিন্দা জামাল উদ্দিন শিলিগুড়ি থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি লাক্সারি বাসে এবং সেখানে তার পাশে থাকা এক ব্যক্তি কিছুদূর যেতেই তাকে বিস্কুট খাওয়ান এবং তারপরেই অচৈতন্য হয়ে পড়েন জামাল বাবু । পরবর্তীতে বাস কন্টাকটার দীর্ঘক্ষণ ধরে দেখার পর যখন তিনি কোনরকম সারা শব্দ করছিলেন না ।
তা দেখে নদীয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ায় বাস থামিয়ে এলাকাবাসী এবং এক টোটো চালকের কাছে তুলে দেন চিকিৎসার উদ্দেশ্যে । এলাকাবাসীরা নিয়ে আসেন শান্তিপুর হাসপাতালে।
খবর দেয়া হয় শান্তিপুর থানায় ।শান্তিপুর থানার পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে শান্তিপুর হাসপাতালে এলে ঐ ব্যক্তির সঙ্গে কথা বলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে এবং বেশ কিছুক্ষণ ওই ব্যক্তিকে শান্তিপুর হাসপাতাল অবজারভেশন রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে জামাল বাবুর বক্তব্য তিনি বসেছিলেন জানালার পাশে পাশের এক অজ্ঞত পরিচিত যাত্রীর সাথে কথাবার্তা বলতে বলতে বন্ধুত্বের ছলে বিস্কুট খাওয়ানোর পরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। যদিও এরপর কিভাবে কোথায় এলেন কেই বা তাকে নামালো তার কোনরকম উত্তর তিনি দিতে পারছেন না যদিও অসংলগ্ন কথাবার্তা বলাতে অনেক কথাই বোঝা যায় না কিভাবে ঘটনাটি ঘটে।
শান্তিপুর হাসপাতাল সূত্রে খবর জামাল বাবু বলেছেন উনাকে কিছু নেশা জাতীয় খাবার খাওয়ানো হয়েছে তারপরে হাসপাতালের তরফে তার প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তাকে অবজারভেশনে রাখা হয় চলে স্যালাইন ও।
তবে পরবর্তীতে তিনি সুস্থ বোধ করায় শান্তিপুর থানার পুলিশের পরামর্শে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
যদিও জামাল বাবু জানিয়েছেন তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল এবং বেশ কিছু টাকা খোয়া গেছে তবে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে নওদা থানার পুলিশের সাথে যোগাযোগ করে একটি বাসে তুলে দেওয়া হয় এবং পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তি বাড়ি যাওয়া পর্যন্ত প্রশাসন নজর রাখবে যদিও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বাস যাত্রী তথা ফুলিয়া এলাকাবাসীর মধ্যে।