অবতক খবর,২০ অক্টোবর: আজ প্রয়াত হলেন কাঁচরাপাড়ার এক পরিচিত আইনজীবী প্রদীপ বোস। তিনি ব্লাড সুগারের রোগী ছিলেন। কিছুদিন অসুস্থতায় ভুগছিলেন। পরবর্তীতে গতকাল তাঁর উচ্চমাত্রায় জ্বর আসে এবং অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাঁকে কল্যাণী কার্নিভাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ‌নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ‌তাঁর মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক ফেইলিওর বলা হয়েছে।

‌তিনি প্রাথমিক পর্যায়ে সাংস্কৃতিক জগতের সঙ্গে কিছুকাল জড়িত ছিলেন। কবিতা লিখতেন। পরে কর্মজীবনে তিনি আইনজীবী হিসেবে পরিচিত হন এবং ব্যবসায়ী মহলে অত্যন্ত সমাদৃত ছিলেন। ‌কারণ ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিষয়ে তিনি দক্ষ ছিলেন। সে কারণে আয়কর আইনজীবী হিসেবে তাঁর একটি পরিচিত হয়ে গিয়েছিল অঞ্চলে।