অবতক খবর , শিলিগুড়ি :    গতকাল শিলিগুড়িতে এক চা চক্রে মিলিত হলেন শিলিগুড়ির রাজনৈতিক নেতৃত্ব এবং সাংবাদিকেরা। করোনা আবহে সামাজিক দুরত্য মেনেই সবাই সবার কাছাকাছি চলে আসলেন। এবং কিছু সামাজিক কাজও করবার অঙ্গিকার করে রাখলেন। যারা এসেছিলেন তাদের কথায় এইরকম অনুষ্ঠানের প্রয়োজন আছে কারন সবার সাথে সবার যোগাযোগ থাকাটা জরুরী।

উপস্থিত ছিলেন দুলাল দত্ত, শ্রাবনী দত্ত এবং অন্যান্য কাউন্সিলারেরা