অবতক খবর,২৩ অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহাকুমার চোপড়া হরিহরপুর এলাকার কুসুম টি স্টেট চা বাগান বিক্রি হয়ে যাচ্ছে। এই কথা শুনেই বাগানের শ্রমিক ও আধিকারিকরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। এবং তারা কি করবেন সেই ভেবে কূল পাচ্ছে না। যার জন্য তারা আজ চা-বাগানের মূল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।তাদের দাবি, এই চা বাগান যদি বিক্রি হয়ে যায় তাহলে তারা অনাহারে দিন কাটাবেন।তাদের ভবিষ্যৎ কি হবে।সেই চিন্তায় তারা পড়েছেন।

বাগানের সাব স্টাফ সুজিত কুমার সাহা জানান প্রায় 25 একর এর বাগান এটি আমরা কানাঘুষো শুনতে পাই যে বাগান নাকি বিক্রি হচ্ছে সেই শুনতে পেয়ে বাগানের স্থায়ী শ্রমিক অস্থায়ী শ্রমিক প্রায় 26 জন ও আমরা সব স্টাফ তিনজন রয়েছি এই ডিভিশনে চোপড়ার হরিহরপুর। আমরা যথেষ্ট সংখ্যার মধ্যে পড়েছি বাগান বিক্রি হয়ে গেলেক কাজ হারাবো।যার জন্য আমরা মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম বহুদিন আগে তারা বলেছিল বাগান বিক্রি হবে না। কিন্তু আজ তারা তারা আবার শুনতে পাই যে বাগান বিক্রি হয়ে যাচ্ছে যার ফলে অনিশ্চতার কারণেই আমরা আজ এই বাগানের এখানে বসে রয়েছি।