অবতক খবর,মালদা,৫ এপ্রিলঃ রাজ্য সরকারের বরাদ্দ অর্থে চাঁচল এবং মালতীপুর বিধানসভা কেন্দ্রের ভাঙ্গন ঠেকাতে মহানন্দা নদীর পাড় মেরামতির কাজের সূচনা করলেন সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। পাশাপাশি মালদার বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন নিয়ে কেন্দ্র সরকার বরাবরই উদাসীন মনোভাব দেখিয়ে চলেছে বলে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে নদী ভাঙ্গন মেরামতি করার কথা।

কিন্তু কেন্দ্রীয় সরকার মালদার ভাঙ্গন সমস্যার বিষয়ে কোনোরকম হেলদোল দেখাচ্ছে না। কিন্তু রাজ্য সরকার বসে নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগী হয়েছেন মালদার ভাঙ্গন সমস্যাকে নির্মূল করার। এক্ষেত্রে রাজ্য সরকারের প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ অর্থে এই দুটি বিধানসভা কেন্দ্রে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ শুভ সূচনা করা হয়েছে।

বুধবার দুপুরে মালতীপুর বিধানসভা কেন্দ্রের বলরামপুর এলাকার ৬০০ মিটার এবং চাচোল বিধানসভা কেন্দ্রের গালিমপুর এলাকার ২১০০ মিটার মহানন্দা নদীর পাড় মেরামতির কাজের শিলান্যাস করা হয়েছে। এজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী বর্ষার মরশুমের আগেই এই দুটি জায়গায় নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ সম্পন্ন হলে কোন সমস্যা থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিনের এই ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ সূচনায় উপস্থিত হয়েছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, চাচোল এবং মালতিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার ঘোষ এবং রহিম বক্সি। এছাড়াও ছিলেন সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত ও প্রশাসনের কর্তারা।