অবতক খবর,৩০ নভেম্বর : বুধবার সাত সকালে ধানক্ষেত থেকে উদ্ধার আদিবাসী এক পরিযায়ী শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনার জেরে চাঞ্চল্য চাঁচলে। মৃত শ্রমিকের খুবলে কেটে নেওয়া হয়েছে কান, শরীরের একাধিক অংশে রয়েছে আঘাতের চিহ্ন। মৃত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের সাঞ্জীব এলাকায়।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম বাবলু হেমব্রম, বয়স ৫৪ বছর, বাড়ি সাঞ্জীবগ্রামের দারগা পুকুর পাড়ায়। পেশায় পরিযায়ী শ্রমিক। প্রায় দুইমাস আগে বাড়ি ফিরে বাবলু।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে ছিল বাবলু হেমরম তারপর আর সে বাড়িতে ফেরেনি। বাড়ির গৃহকর্তার সন্ধান পেতে জায়গায়-জায়গায় খোঁজ চালাচ্ছিল তার স্ত্রী রেখা হাজদা। আজ সকালে বাড়ির পাশে ধান ক্ষেত পড়ে থাকে তার রক্তমাখা দেহ। মৃতের স্ত্রী রেখা হাঁসদা বলেন, গত রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিল স্বামী। গ্রামবাসীর মুখ থেকে জানতে পারেন কয়েকশো মিটার দূরে স্বামীর মৃতদেহ রয়েছে ধান ক্ষেতে। পরবর্তীতে স্থানীয় চাষিরা ধান কাটতে গিয়ে দেখেন ধান ক্ষেতে বাবলু হেমব্রমের মৃতদেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতব্যক্তির শরীরের রয়েছে একাধিক ক্ষত চিহ্ন। খুবলে নেওয়া হয়েছে কান। ধানক্ষেতে উপুর হওয়া অবস্থায় দেহটি উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।