অবতক খবর,সংবাদদাতা,সাগর,১৭ই মে: সুন্দরবনের বুকে প্রাকৃতিক দুর্যোগ এলেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় নদীর বাঁধ। বারে বারে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। নষ্ট হয় কৃষিজমি। আর সাময়িকভাবে সেই সমস্ত ক্ষতবিক্ষত নদী বাঁধ মেরামতি করা হলেও আবার ভরা কটাল ভাঙতে থাকে।
বারে বারে নদীর নোনাজল চাষের জমিতে ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে জমির উর্বরতা। তবে সুন্দরবন বাসির একটাই দাবি কংক্রিটের নদী বাঁধ। বারেবারে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেও মেলেনি সেই দাবি। বারে বারে নদীর বাঁধ ভাঙ্গা নোনা জলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে সুন্দরবনের সাধারন মানুষ।
নদী বাঁধের উপরে দাঁড়িয়ে প্রশাসনের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গাসাগরের কচুবেড়িয়া এলাকার মহিলারা। তাদের দাবি আমাদের চাইনা লক্ষীর ভান্ডার, চাইনা কন্যাশ্রী রূপশ্রী। আমাদের শুধু একটাই দাবি কংক্রিটের নদী বাঁধ। তবে এই নদী বাঁধ এর দাবী যদি আমাদের পূরণ না হয়, তাহলে আগামী পঞ্চায়েত ভোট আমরা বয়কট করব। কবে সেই দাবি পূরণ হবে,পথ চেয়ে বসে সুন্দরবনের গঙ্গাসাগরের বাসিন্দারা।