অবতক খবর,১৯ আগস্ট:চাকুরীর দাবিতে আন্দোলন বারাসত জেলা পরিষদের সামনে। ২০১৪ সালের চাকুরী প্রার্থী ও ডিএলএড প্রশিক্ষিত চাকুরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। অভিনব পদ্ধতিতে এই কর্মসূচি পালন করেন তারা।
হাতে হেরিকেন,ঝাঁটা,কেউ আবার বসেছেন জুতো পালিশ করতে,কেউ বা চপ চপ ভাজছেন জেলা পরিষদের সামনে।
তারা জানান, চাকুরির বদলে হাতে হেরিকেন ধরিয়ে দিল। ডিএল এড পাস করার পরেও তাদেরকে বেছে নিতে হলো চপ ভাজা, জুতো পালিশ করা ও ঝাড়ুদাড়ের কাজ।
২০১৪ সালের চাকুরি প্রার্থীদের দাবি, দীর্ঘদিন প্যানেলে নাম থাকা সত্ত্বেও তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না।
পাশাপাশি ২০১৪ সালের ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরা দাবি করেন অনৈতিকভাবে তাদের সরিয়ে বিএড প্রশিক্ষিতদের নিয়োগের চক্রান্ত চলছে,নিয়োগ হচ্ছে না।
সেই দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখান তারা।