অবতক খবর,৪ জুন,জলপাইগুড়ি: সাত সকালে চা বাগানে ঢুকে পড়লো বাইসন।আতঙ্কে কাজ বন্ধ করলো শ্রমিকরা।খবর পেয়ে এলাকায় যায় মেটেলি থানার পুলিশ ও বনদপ্তরের খুনিয়া স্কোয়াডের কর্মীরা।আজ সকালে চাপরামারি জঙ্গল থেকে বের হয়ে মুর্তি নদী পেরিয়ে একটি বাইসন চলে আসে মেটেলি চা বাগানের ৪ নাম্বার সেকশনে।শ্রমিকরা বাইসনটিকে দেখতে পেয়ে কাজ বন্ধ করে দেয়।
খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।এরপর বাইসনটি সেখান থেকে চলে যায় চালসা চা বাগানের ৪ এ নাম্বার সেকশনে।সেখান থেকে বাইসনটি যায় চালসা চা বাগানের মুর্তি নদীর ধারে।দীর্ঘক্ষণ বাইসনটি মুর্তি নদীর ধারে ঘোরাফেরা করে।বনকর্মীরা বাইসনটির ওপর নজর রাখতে থাকে।শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুরের দিকে বাইসন মুর্তি নদী পেরিয়ে চাপরামারি জঙ্গলে চলে গেছে।বাইসনটি জঙ্গলে চলে যাওয়ায় সস্থিতে ফেরে বনকর্মীরা।। মেটেলি থেকে রিপোর্ট।