অবতক খবর,১৪ ডিসেম্বর: চার বছর বয়সেই আমেরিকা বুক অফ অ্যাওয়ার্ড নাইজেরিয়া ওয়ার্ড সহ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ওয়ার্ল্ড রেকর্ড একাধিক রেকর্ডের অধিকারী এই বিস্ময়কর বালক।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের দাস পাড়ার বাসিন্দা রাজু বর্মন মিনা বর্মন এর ছেলে ময়ূখ বর্মন বিস্ময়কর বালক। নিমেষের মধ্যে বলে দিতে পারছে কোন দেশের রাজধানী কোনটি সবথেকে বড় মহাসাগর ভারতের প্রথম রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ একাধিক নেতা পৃথিবীর সবথেকে জনবহুল দেশ পৃথিবীর সব থেকে বড় দেশ আয়োতনে বলে দিতে পারছে এই চার বছরের বালক।
এর মধ্যেই অর্জন করে ফেলেছেন একাধিক পুরস্কার খ্যাতি অর্জন করেছেন। তার বাবা-মার এখন চাই ছেন যদি একটু সরকারি সাহায্য পায়, তাহলে ছেলেকে পড়াশোনা করিয়ে আরও বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন। তার বাবা রাজু বর্মণ পেশায় দেওয়াল লিখন শিল্পী আয় ও কম।মিনা বর্মন জানান তাদের এখন ছেলেকে আরো উন্নততর শিক্ষা লাভের জন্য যে পয়সাকড়ি দরকার তা যদি পাওয়া যায় তাহলে ছেলেকে আরও উচ্চতর শিক্ষায় শিক্ষিত করে জীবনে প্রতিষ্ঠিত করার। কিন্তু বাদ সাদছে তাদের আর্থিক পরিস্থিতি।