অবতক খবর,২৪ ফেব্রুয়ারী:  কুনাল ঘোষকে তুলোধনা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কুনালকে নিশানা করে তিনি বলেন, উনি কোনওদিন দল করেন নি। উনি তো চিটফান্ড থেকে টাকা তোলার কারিগর। তাঁর কটাক্ষ, কুনাল ঘোষ বলেছিলেন সারদা, রোজভ্যালি চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিসিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উনি মমতা ব্যানার্জির গুনগান করছেন। ২০২৬ সালে উনি ফের পাল্টি খাবেন। দেখবেন বিরোধী দলনেতার হয়েই কথা বলছেন।