অবতক খবর,১১ আগস্টঃ রাখি উৎসব উপলক্ষে চেতলা রাখী সংঘ ক্লাবের প্রভাত ফেরীতে অংশগ্রহণ করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নিজের পায়ে হেটে প্রভাতফেরির নেতৃত্ব দেন ফিরহাদ হাকিম এবং সঙ্গে ছিলেন তার বড় কন্যা প্রিয়দর্শিনী হাকিম।
ক্লাবের মহিলারা এবং এলাকাবাসী রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি পড়িয়ে দিলেন ফিরহাদ হাকিমকে।
এই অনুষ্ঠানে এসে ফিরহাদ হাকিম বলেন,রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রক্ষার চেষ্টা করেছিলেন এবং সেই সময় এই রাখি বন্ধন উৎসব মেল বন্ধনের উৎসব হিসেবে শুরু করেছিলেন। আজ বঙ্গভঙ্গ হয়ে গেলেও আমরা এই উৎসব চালিয়ে যাচ্ছি। 105 বছর ধরে এই রাখি সংঘ ক্লাবে রাখি পূর্ণিমা উৎসব পালন করেন আমিও ছোটবেলা থেকে এই ক্লাবের সদস্য। ছোটবেলা থেকেই প্রভাতফেরিতে মেতে উঠতাম রাখি পূর্ণিমার দিন।
আজ রবীন্দ্রনাথের কথা এবং তার সম্প্রীতির বার্তা খুব দরকার বঙ্গভঙ্গ হয়ে গেলেও যাতে সবাই একসাথে ভালোভাবে থাকা যায় কোনো বিভেদ না করে এইটাই লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের।