অবতক খবর,১১ আগস্ট: চোপড়া ব্লকে ভ্যাক্সিনের স্লিপ নিয়ে কালোবাজারির অভিযোগ উঠতে শুরু করেছে।
দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাক্সিন না পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়কে উঠে অবরোধ করলেন বুধবার।
অভিযোগ, এদিন ভ্যাক্সিন দেওয়ার কথা থাকলেও হটাৎ জানানো হচ্ছে শুধু সেকেন্ড ডোজের ভ্যাক্সিন দেওয়া হবে।
এ কথা শুনে লাইনে থাকা অনেকেই ক্ষোভে ফেটে পড়েন।শুরু হয় অবরোধ, বিক্ষোভ।পরে পুলিশ এসে জাতীয় সড়ক থেকে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেন।
ভ্যাক্সিনের জন্য কুপন নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে।টাকা দিলেই বাইরে টিকার জন্য কুপন মিলছে বলে অভিযোগ।
বিএমওএইচ ডা: রাহুল সরকার বলেন, নিয়ম করে লাইনেই কুপন দেওয়া হচ্ছে। লাইনে কুপন নিয়ে তাদের থেকে কেউ সেই কুপন আবার টাকার বিনিময়ে অন্য কাউকে দিচ্ছে কি না এটাও একটা ভাবার বিষয়।