ছটদেবের প্রতি
তমাল সাহা out

১) ছুঁয়ে থেকো

তুমি তো কাছেই, নও বেশি দূরে
তোমার আলো আমার মুখে এসে পড়ে।
দেখো আমি নিজেকে সাজিয়েছি কত রঙিন মেটে সিঁদুরে।
তোমার শাসনেই এই জগত খেলা করে।

তুমি আমার সূর্য হও, আমি তোমার চাঁদ।
জীবনে জড়িয়েছি তোমাকে
মরণেও শরীর ছুঁয়ে থাকে যেন তোমার আলোর ফাঁদ!

২) মনসৃজা

রেল লাইনের ধার ঘেঁষে জলাশয়টি চলে গেছে।এতো নারী কোথায় থাকে!
আমি নারীটির দিকে তাকিয়ে থাকি।
তার সিঁথি থেকে নাক পর্যন্ত
মোটা মেটে সিঁদুরের রেখা নেমে এসেছে। এই রেখা সে টেনে এনেছে তর্জনী ও মধ্যমার সাহায্যে।
আবক্ষ জলে নেমে সে করে আজ সূর্যপূজা।
প্রার্থনা করে আমার দীর্ঘায়ু
নারীটি আমার মনসৃজা!