অবতক খবর,৭ অক্টোবর,জলপাইগুড়ি: নিজের পড়াশোনা ও অন্য ছাত্র-ছাত্রীদের পড়ানোর পাশাপাশি দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন ধূপগুড়ির তানিয়া।কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে।মেয়েরা যে সমাজে এখন অনেকটাই এগিয়ে তার জ্বলজন্ত উদাহরণ তানিয়া।ছোট থেকে দুর্গা প্রতিমা বানানোর শখ ছিল তার।সেই শখেই ফাঁকা সময়ে দুর্গা প্রতিমা বানানো।ধূপগুড়ি পুরসভার ১২ ডাকবাংলো পাড়ার বাসিন্দা তানিয়া ঘোষ শুধুমাত্র মাটি ও তার দিয়ে বানিয়েছে একটি দুর্গা প্রতিমা।নিজে কলেজ ছাত্রী,নিজের পড়াশোনার পাশাপাশি অন্য কয়েকজন ছাত্র ছাত্রীদের পড়ায় তানিয়া।অনেক দিনের শখ দুর্গা প্রতিমা বানাবে সে।এর আগে একটি গণেশের মূর্তি বানিয়ে ছিল তানিয়া।পাড়া প্রতিবেশীর কাছে সেই মূর্তি বানিয়ে ভালোই প্রশংসা কুড়িয়েছিল।সেই আশাতেই প্রায় একমাস সময় ধরে একটি দুর্গা প্রতিমা বানিয়েছে।প্রায় এক হাজার টাকার মতো খরচ হয়েছে বলে জানায় তানিয়া।সে আরও জানায় রাতের বেলা যে ফাঁকা সময় টুকু সে পাই সেই সময়ের মধ্যেই তিনি দুর্গা প্রতিমা গড়েছে।বাড়ির সকলেই তাকে প্রতিমা বানাতে উৎসাহ জুগিয়েছে।মাটি দিয়ে প্রতিমা বানাতে খড়ের প্রয়োজন পড়ে তবে এই ক্ষেত্রে তিনি কোন খড় ব্যবহার করেনি।মাটি আর তার দিয়েই তিনি এই দুর্গা প্রতিমা বানিয়েছে বলে জানিয়েছেন।