অবতক খবর,১৭ মার্চঃ বসন্ত উৎসবের নামে মদ্যপ অবস্থায় ছাত্রীদের সঙ্গে অভব্যতা!ছাত্রীর মায়েদের রঙ মাখানোর অছিলায় খারাপ আচরনের অভিযোগ।
চন্ডীতলার কৃষ্ণরামপুর দত্তপুর লায়ন্স উডলায়ন্স বিবেকানন্দ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র ঘোষের বিরুদ্ধে অভিযোগ।
স্কুলে বিক্ষোভের পাশাপাশি
কৃষ্ণরামপুরে অহল্যাবাই রোড অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের।দোলের দুদিন পর স্কুলে বসন্ত উৎসব হয়।মদ্যপ অবস্থায় ছাত্রীদের রঙ মাখান প্রধান শিক্ষক,হাত ধরে টানাটানি করেন বলে অভিযোগ।বসন্ত উৎসবের নামে ছাত্রীদের সঙ্গে খারাপ আচরন করেন।
ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ।
অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় অহল্যা বাই রোডে।
চন্ডীতলা-২ এর জয়েন বিডিও স্কুলে গেলে তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে অভিভাবকরা।
ঘটনাস্থলে আসেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ তিনি বলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যা চলছে তাতে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে, উনি ছাত্রীদের সঙ্গে যে আচরণ করেছেন তাতে ওনাকে মাস্টার বলতেই লজ্জা করছে। ওনার কঠোরতম শাস্তি দাবী জানাচ্ছি। উনার বিরুদ্ধে অভিযোগ করা হবে এবং স্কুলের ছাত্রীরা যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্ব নিতে হবে পুলিশকে।