ঐতিহাসিক কিষান সংগ্রামের এক বছর আজ।
বিশ্বকে দেখালো ভারতীয় কিষান
সহিষ্ণুতায় অহিংসায় কিভাবে গাওয়া যায় যুদ্ধবিজয়ের গান।
‘অবতক’ জানায় লড়াকু
কিষানদের কুর্নিশ- পেলাম!

ছাব্বিশ নভেম্বর, এসো
তমাল সাহা

কবিতা লিখতে হবে
কে দিয়েছে তোমায় দিব্যি?
মুদ্রা মোহর ভূষণ পাবে
তুমি হবে বড়ো কবি
আওয়াজ উঠবে হেব্বি।

চাষির কবিতা লিখবে কেন
চাষি তোমার কে?
ওই তো একজনই রয়েছে তোমার
প্রেমিকা আছড়ে পড়বে বুকে!

সিঙ্ঘু,গাজিপুর, সাজাপুর, টিকলি,খেরি
কি করে হয়ে গেল তোমার ভাই!
ওরা দেখালো, ওরাই শেখালো
কাকে বলে সাচ্চা লড়াই।

পায়ে মাটি হাতে মাটি কাঁধে লাঙল
এই চেহারা কাদের, ওরাই রক্তে বোনে ধান।
ওদের হাতে কাস্তের শান,সৃজনের গান
তোমার হাতে আগ্নেয় মেশিন গান।
ওরা এখন ভারত মহাসাগরের ইতিহাস–
ওদের পাশে এসে দাঁড়ায় ব্রিটেন অস্ট্রিয়া অস্ট্রেলিয়া নেদারল্যান্ড আমেরিকা ফ্রান্স।

ওদের বিজয়ে বিশ্বজুড়ে উল্লাস
মিছিলে মিছিলে সংহতি,
অগ্নিশিখা জ্বলে,
হাজারো হাজারো হাতে মোমবাতি।

প্রেমের কবিতা লিখবে তুমি!
এই কবিতায় নেই ওষ্ঠ চুম্বন
সেইসব স্পর্শের কেরামতি।
এই কবিতায় শুধু ভালোবাসা–
রণনীতি-গণগীতি।

ছাব্বিশ নভেম্বর একবার এসো
যমুনা নদীর তীরে এই রাজধানী।
মেজাজি জমায়েত বর্ণাঢ্য মিছিল
কাকে বলে দেখে যেও—
কখনো লেখা তো দূরের কথা
ইতিহাস চোখেই দেখে নি!