ছেনি হাতুড়ি হাত ও পাহাড়ের গল্প
তমাল সাহা
ছেনি হাতুড়ি ও হাত জাত নিয়ে কথা বলছিল।
জাতের প্রশ্ন উঠতেই তারা বলে, আমাদের আবার জাত কী?
আমরা কামগার শ্রেণী,আমরা কাজী।
তারপর উঠল ধর্মের কথা।
ছেনি বলে, আমার ধর্ম খুদে চলা
হাতুড়ি হাসতে হাসতে বলে, আমার ধর্ম ছেনির মাথায় আঘাত করা
ছেনির সঙ্গে তাল মেলানো।
হাত বলে, আমার তো দুটো হাত
এক হাতের কাজ ছেনি ধরা অন্য হাতে হাতুড়ি চালানো।
পাহাড় বলে, কাজের সময় এত গল্প কিসের?
জাত ধর্ম ধুয়ে কি জল খাবি?
সুড়ঙ্গের অন্ধকারে সেই কবে থেকে ওরা আটকে আছে
তাড়াতাড়ি ওদের উদ্ধার করে আনো!
এখন কি এসব বাজে কথা বলবার সময়
তোমাদের জরুরি কাজ ওদের আলো দেখানো।