অবতক খবর,১৪ আগস্ট: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে জগদ্দলের আটচালা বাগান রোডে মঙ্গলবার রাতে স্থানীয় কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিং ও তৃণমূল নেতা দিগিলেশ সিংয়ের বিবাদ হয়। উভয় পক্ষের বিবাদ ঘিরে তুমুল বচসা বেধে যায়। তারপরেই আচমকা গুলির চালানোর ঘটনা ঘটে।

যদিও একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছিলেন। গুলি চালানোর ঘটনায় আজ ভাটপাড়ার তৃণমূল নেতা দিগলেশ সিংকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বিবাদের সময় দিগলেশ সিংয়ের আচরন যথেষ্ট ভাল ছিলো না।

তৃণমূল নেতা দিগলেশ সিং কে ভারতীয় ন্যায় সংহতি আইনে 284/24, 126(2)/115(2)/117(2)109/351 3(5) BNS 25/27 অস্ত্র আইনে মামলা শুরু করা হয়েছে। তৃণমূল নেতাকে আজ ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ।