অবতক খবর,১৪ নভেম্বর: শান্তিপুরে অন্যতম বিগ্রহ বাড়ি গুলির মধ্যে একটি বিজয় কৃষ্ণ গোস্বামীর বিগ্রহ বাড়ি। বৈষ্ণব চূড়ামণি শান্তিপুর পুরধা অদ্বৈতাচার্য, বৈষ্ণব জগতের প্রজ্জ্বল ভাষ্য শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর লীলাভূমি শ্রীধাম শান্তিপুর। বিজয় কৃষ্ণ গোস্বামীর বিগ্রহ বাড়ির ঐতিহ্য এবং মাহাত্ম্য সম্পর্কে প্রায় সমস্ত ভারতবাসী অবগত রয়েছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন মানবদেহে বিজয়কৃষ্ণ যে স্থানে অবস্থান করে আছে সাধারণ কেউ থাকতে পারে না সেখানে। তা আজও উপলব্ধি করতে পারেন এই বিগ্রহ বাড়ি কথা শান্তিপুরে সকল ভক্তরা। বিজয় কৃষ্ণ গোস্বামী কুলো দেবতা শ্যামসুন্দরকে নিয়েই রাস উৎসব অন্যতম আকর্ষণ।
অদ্বৈত প্রভুর চতুর্দশ পুরুষ প্রশান্ত গোস্বামী জানান, বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছিলেন, শ্যামসুন্দরকে সাধারণ বিগ্রহ মনে করো না। তিনি এক জাগ্রত, জীবন্ত প্রত্যক্ষ দেবতা। একে ধরে থাকলে তোমাদের সব হবে। এ বিষয়ে কোনো ভুল নেই। আমরা সেটা হারে হারে উপলব্ধি করেছি। আমার পিতৃ দেবও সেটি উপলব্ধি করেছেন। সেজন্য তার রাস উৎসব মানে বলতে পারেন এই রাস উৎসব মনে হয় যেন আমাদের বাড়ির কোন ছেলের বা মেয়ের বিয়ে। যেমন বিয়ে দিলে পিতার আনন্দ হয় আমরা এই রাস উৎসব পালন করে সেই একই উপলব্ধি পাই। এবং সারা বছর আমরা এই চারটি দিনের জন্য অপেক্ষা করে থাকি। এবং সেই সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করি দীর্ঘায়ুর।
তিনি আরো বলেন, সারা ভারতবর্ষের মানুষ শান্তিপুরে এই রাস উৎসব দেখতে আসেন, তার মধ্যে বিজয় গোস্বামী বাড়ির ভারতবর্ষের প্রচুর ভক্তরা রয়েছেন যারা এই সময় এখানে আসেন এই উৎসবের শামিল হতে। মেঘালয়, আসাম, পুরী এছাড়াও বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসবেন এবং তারা দর্শন করবেন। গতবার বিধানসভার মাননীয় স্পিকার এসেছিলেন রাসের উদঘাটন করতে এই বিগ্রহ বাড়িতে। এবং তার আগের বছর এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আমন্ত্রণ জানিয়েছি রাসের উদঘাটন করতে। এবং আগামী ১৬ তারিখ আমাদের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক আসছেন আমাদের এই বিগ্রহ বাড়িতে।
শান্তিপুরের ভাঙ্গা রাসের পরের দিন এই বিগ্রহ বাড়ির যে বিশেষ বৈশিষ্ট্য কুঞ্জ ভঙ্গ, সেই কুঞ্জ ভঙ্গে শামিল হতে বেশকিছু ব্রাহ্মণ বিধায়ক আসবেন যারা শ্যামসুন্দর কে কোলে নিয়ে বেশ কিছুটা শান্তিপুরের পথ পরিক্রমা করবেন।
প্রসঙ্গত এই বাড়ির সু সন্তান এবং পঞ্চদশ প্রজন্ম ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুরের বিধায়ক। অর্থাৎ একদিকে বিধায়কের বাড়ি অন্যদিকে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি। রাস উপলক্ষে সাজসাজর রব শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগে থেকেই।