অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি:- জঙ্গলপথে দ্রুতগতিতে ছুটে চলা একটি ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি অপ্রাপ্তবয়স্ক হাতির। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে চালসা থেকে নাগরাকাটাগামী ৩১ সি জাতীয় সড়কে পানঝোরার কাছে।

বনদপ্তর সূত্রে জানা গেছে, এদিন নাগরাকাটার দিক থেকে তীব্রগতিতে জঙ্গলপথে গাড়িটি মালবাজারে আসছিল।সেইসময় একটি হাতির দল রাস্তা পেরিয়ে জঙ্গলে ঢুকছিল।তীব্রগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি প্রচন্ড জোরে হাতিটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই হাতিটির মৃত্যু হয়।

গাড়িটি দুমরে গেলেও আশ্চর্যজনকভাবে গাড়ির যাত্রীদের খুব একটা ক্ষতি হয়নি।খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনদপ্তরের কর্মিরা ছুটে আসেন।গাড়িটি আটক করা হয়েছে।বনদপ্তর তদন্ত শুরু করেছে।এদিকে জঙ্গলপথে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে হাতির মৃত্যুর জন্য দোষীর কঠোর শাস্তি দাবি করেছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন।